KVS Tier 1: Bengali General Paper
Full 25-Question Practice Set for 2025 Preparation
০১ ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তর: খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
০২ ‘উত+লাস’ = উল্লাস – এটি কোন সন্ধির উদাহরণ?
সঠিক উত্তর: গ) ব্যঞ্জনসন্ধি
০৩ নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?
সঠিক উত্তর: খ) চন্দ্র
০৪ ‘যা দমন করা কষ্টকর’ – এক কথায় প্রকাশ কী হবে?
সঠিক উত্তর: খ) দুর্দম
০৫ ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
সঠিক উত্তর: খ) আদিত্য
০৬ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
সঠিক উত্তর: ক) দুর্গেশনন্দিনী
০৭ ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি কার লেখা?
সঠিক উত্তর: গ) কাজী নজরুল ইসলাম
০৮ ‘ছেলেটি অঙ্ক করতে পারছে না’ – এখানে ‘অঙ্ক’ কোন কারক?
সঠিক উত্তর: খ) কর্মকারক
০৯ ‘উদ্যম’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সঠিক উত্তর: ক) আলস্য
১০ ‘হাতটান’ বাগধারাটির অর্থ কী?
সঠিক উত্তর: খ) চুরির অভ্যাস
১১ নিচের কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: ক) বিভীষিকা
১২ ‘উপকার’-এর বিপরীত শব্দ কী?
সঠিক উত্তর: ক) অপকার
১৩ ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন দুটি ভাষার শব্দের মিলনে গঠিত?
সঠিক উত্তর: খ) ফারসি + আরবি
১৪ ‘বিনা বাতায়ে বজ্রপাত’ – কথাটির অর্থ কী?
সঠিক উত্তর: খ) হঠাৎ বিপদ
১৫ সমাস শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: গ) সংক্ষেপণ
১৬ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
সঠিক উত্তর: খ) ১৯১৩
১৭ ‘পঙ্কজ’ কোন ধরনের শব্দ?
সঠিক উত্তর: খ) যোগরূঢ় শব্দ
১৮ ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ – এই প্রবাদের অর্থ কী?
সঠিক উত্তর: খ) কাজ শুরুর আগেই ফলের আশা
১৯ ক্রিয়ার কাল প্রধানত কয় প্রকার?
সঠিক উত্তর: খ) ৩ প্রকার
২০ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
সঠিক উত্তর: খ) সুসময়
২১ ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর: গ) মনস + ঈষা
২২ ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
সঠিক উত্তর: গ) সবিতা (সূর্য)
২৩ বীরবল কার ছদ্মনাম?
সঠিক উত্তর: ক) প্রমথ চৌধুরী
২৪ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলি
২৫ ‘চর্যাপদ’ কোন যুগে রচিত হয়েছিল?
সঠিক উত্তর: ক) প্রাচীন যুগ